সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় ৭ জুলাই বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা। পাংশা উপজেলা তৌহিদী জনতার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা পাংশা পৌরভবন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে পাংশা পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে প্রতিবাদ মিছিল নিয়ে পৌরভবন চত্বরে এসে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তাগন সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।
জানা যায়, গত ঈদুল আযহার দিন সুইডিশ রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে এমন জঘন্য কাজ করেন ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা নামক এক ব্যাক্তি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari