রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংস্কৃতিক প্রভাব বিস্তারে ডিজিটাল সময়ে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে ৭ জুলাই আরএফসিএফ ডিবেট সামিট অনুষ্ঠানের লক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সোসিও কালচারাল ফোরাম (আরএফসিএফ) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় দিনব্যাপি ডিবেট সামিট অনুষ্ঠান প্রস্তুতি বিষয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, ডিবেট সামিট প্রেজেন্টেশন কম্পিটিশনের উদ্বোধন করবেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। সন্ধ্যায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। অনুষ্ঠানের চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর গোসাইরহাএ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। দিনব্যাপি অনুষ্ঠানে ১০০ জন ডেলিগেট উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ী সোসিও কালচারাল ফোরামের সভাপতি রিফাহ নানজিবা অহনা, সাধারন সম্পাদক নিলয় সাহা নীল, মুখপাত্র সাদ আহম্মেদ সাদী, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari