রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের গৃহবধূ জেসমিন বেগম হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িত তার স্বামী সেতু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে মাববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘কালুখালী উপজেলাবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, নিহতের বাবা জামাল বিশ্বাস, এলাকাবাসী রোকন বিশ্বাস, আবু সাইদ, মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা জেসমিন বেগমের হত্যায় জড়িত স্বামী সেতু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আইনের ফাঁক গলিয়ে কোনোমতেই যেন সে বেরিয়ে যেতে না পারে। মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বুধবার স্বামীর বাড়িতে জেসমিন বেগমের রহস্যজনক মৃত্যু হয়। নিহতের বাবা জামাল বিশ্বাস দাবি করেন, যৌতুক না দেওয়ায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে তিনি সেতু শেখকে আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ সেতু শেখকে গ্রেপ্তার করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari