কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে ফিরিয়ে আনা, শিখন ঘাটতি নিরুপণ ও তা পূরণ করার লক্ষ্যে কেকেএস সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় রিলাক্স প্রকল্পের মাধ্যমে “নিরাপদ ইসকুলে ফিরি” কর্মসূচি হাতে নেয়া হয়। এই প্রকল্পের আওতায় ‘ নিরাপদ ইশকুলে ফিরি গ্রাম কমিটি’র মাধ্যমে বিভিন্ন গ্রামে শিক্ষিত তরুণ তরুণীদের মধ্য থেকে বাছাইকৃত কিছু তরুণ তরুণী দ্বারা তার নিজ এলাকার ছোট ছোট শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্্রমের ভিত্তিতে ছোটদলে পাঠদান করানোর মাধ্যমে শিক্ষণ ঘাটতি পূরণ করা হয়।
এ উপলক্ষে আজ ৭ এপ্রিল কেকেএস স্কুল কনফারেন্স রুমে এক কর্মশালার শুভ উদ্ভোধন করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই তাই নিজে শিক্ষা গ্রহণ করতে হবে সাথে সাথে চারপাশে যেসকল অবহেলিত শিশু রয়েছে তাদের শিক্ষাও নিশ্চিত করতে হবে। যদি আমরা এ দুটি কাজ সফলভাবে সম্পন্ন করতে পারি তবে আমরা একটি শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর এডুকেশন ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম খাঁন সেলিম, ডেপুটি ম্যানেজার ওহিয়ার রহমান, কেকেএস এর প্রজেক্ট কোঅডিনেটর রুমা খাতুন এবং আ.ম.ম কিবরিয়া প্রকল্প কর্মকর্তা-রিলাক্স। মোঃ সাইফুল ইসলাম খাঁন সেলিম ভলেন্টিয়ারদের স্ব-উদ্যোগী হয়ে কাজ করার আহবান জানান। এর ফলে শিশুদের শিখন ঘাটতি পূরণ হবে এবং গোয়ালন্দ উপজেলার শিশুরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে বলে তিনি বিশ^াস করেন। তিনি আরো বলেন, “আমরা যদি বিনা পারিশ্রমিকের কাজ করে এলাকার শিশুদের শিক্ষা উন্নয়ণে ভূমিকা রাখতে পারি তাহলে একদিন এর প্রতিদান অবশ্যই পাব”।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari