কষ্টের কাসিদা
সাইদা সারমিন রুমা
একদা এখানে ছিল স্বর্ণ সিক্ত প্রভাত ঊষর
অদৃভূদ নিয়মে ঘেরা ঘোর লাগা অমাবস্যা রাত
চারিদিকে যেনো উড়ে কালো মেঘ বিবর্ণ ধুসর
মাঝে মধ্যে বেড়ে যায় বিষাদের ক্রুদ্ধ উৎপাত।
বিরহের আয়োজনে ক্লান্তি নেই রাত থাকে স্বাক্ষী
বিষন্ন বিধুর আমি কাতরাই ব্যথিত বকুল
কষ্টের কাসিদা নিয়ে পড়ে থাকি এই ময়ূরাক্ষী
ক্রমে ক্রমে জেগে উঠে শোকস্মৃতি নিয়ত নির্ভূল।
মোমের আলোতে দেখি জমে যেতে বিভ্রান্ত শরীরর
প্রকৃতিও খেলা করে প্রাণ ভরে আসে গ্রীষ্ম শীত
অন্ধকারে বয়ে যায় অবিরাম বিমূর্ত সমীর।
তুমুল শূন্যতা বহে বাজে গান প্রভাত সঙ্গীত
তুমুল হতাশা বাজে দিকে দিকে কিরে সুবিধা
আধো আধো ঘুম ভাঙ্গা চোখে ভাসে কষ্টের কাসিদা
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari