রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে রামকান্তপুর গ্রামের মোল্লা বাড়ি থেকে রামকান্তপুর এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন রাবেয়া-কাদেরের ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী এমএম সিদ্দিক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, আরজু, রাজু প্রমুখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, আমাদের সামর্থ্যানুযায়ী আপনাদের কিছু উপহার দিতে পেরে আনন্দিত বোধ করছি। আরও কিছু মানুষকে দিতে পারলে ভালো লাগতো। কিন্তু আমরা চাইনা আরও কিছু মানুষকে দিতে। আমরা চাই আপনারা সাবলম্বী হয়ে অন্যদের উপহার দিন। রাবেয়া-কাদের ফাউন্ডেশন সেই চেষ্টা করে চলেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari