রমজানের প্রথম দিনে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও স্যানেটারী অফিসার। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রবিবার সকালে দৌলতদিয়া বাজারে অভিযান পরিচালনা কালীন হোটেলে অপরিস্কার পরিছন্ন থাকার কারণে বিসসিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১০হাজার টাকা, প্রদীপ মিষ্টান্ন ভান্ডারে ৫হাজার ৫শত টাকা এবং গ্রামীণ হোটেলে ১হাজার টাকা জমিমানা করা হয়। দুপুরের দিকে গোয়ালন্দ বাজারে ঔষুধের দোকান, খাবার হোটেল এবং বেকারীতে অভিযান পরিচালনা করে ৯শত টাকা জরিমানা করা হয়। সব মিলে ১৭ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়। এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন জানান, রমজানের প্রথম দিনে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারের সকল প্রকার ব্যবসায়ী ও হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। খাবারে অতিরিক্ত দাম এবং ভেজাল মেশানো কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আজকে জানিয়ে দেওয়া হলেও পরবর্তীতে কাউকে ছেড়ে দেওয়া হবে না। সুতরাং আপনাদের বিনয়ের সাথে বলছি খাবারে কোন প্রকার ভেজাল মিশাবেন না। এবং কোন ক্রেতার নিকট থেকে অতিরিক্ত মূল্য নিবেন না। এই অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনা কালীন উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ স্যানেটারী ইন্সেফেক্টর মো. কামাল হোসেন প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari