গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ীর দ্বৈত নাটক চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় স্বদেশ নাট্যাঙ্গনের ২৭তম প্রযোজনা চন্দ্রগ্রহণ নাটকের ৬ষ্ঠ প্রদর্শনী হয়। এই প্রযোজনা স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা শিল্পবন্ধু সম্মাননা প্রাপ্ত নাট্যজন গোবিন্দ চন্দ্র ঘোষকে উৎসর্গ করা হয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অজয় দাস তালুকদার এবং সহ-নির্দেশনা ছিলেন উচ্ছ্বাস কুমার ঘোষ। অভিনয় করেছেন খন্দকার ইমু কামাল ও শারমিন খাতুন। নেপথ্যে শিল্পীদের মঞ্চে সহযোগিতা করেন মো. সাগর ও ইশারা খাতুন। নাটকটির সংগীত পরিকল্পনা তপন কুমার দে। সংগীত কথা ও সুর অজয় দাস তালুকদার ও শেখ রেজওয়ান। সংগীতে ছিলেন শেখ রেজওয়ান শারমিন খাতুন ও শ্যামা দে। শব্দ রেকর্ডিং, কম্পোজ ও নিয়ন্ত্রণ করেন তন্ময় দে। আলোক প্রয়োগ ও পরিকল্পনায় মোকলেছুর রহমান (প্রাচ্যনাট), মঞ্চ পরিকল্পনা, পোশাক ও কোরিওগ্রাফি উচ্ছ্বাস কুমার ঘোষ, প্রপস্ জাকারিয়া খান জানি, প্রযোজনা ব্যবস্থাপক অজয় দাস তালুকদার, সার্বিক ব্যবস্থাপনা আজিজুল হক ও সালাম তাসির প্রযোজনা অধিকর্তা মাসুদুজ্জামান ফিরোজ (সভাপতি)।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari