রাজবাড়ীতে সাড়ে ৩ হাজার গ্রাহকের ৪২ কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। সোমবার রাজবাড়ী সিআইডির এসআই কোরবান আলী সরকার বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন জেকা বাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজবাড়ী কালুখালীর শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবির ওরফে জসিম, পরিচালক পাবনা সুজানগরের সাগরকান্দি ইউনিয়নের মুরারীপুর মন্ডলপাড়ার আব্দুল গণি শেখের ছেলে সাইদুল বাশার ওরফে বাবু, খলিলপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে আনিসুর রহমান, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে মো. ইশানুর রহমান, ভবদিয়ার জোহান আলী শেখের ছেলে এসএম রাশিদুল ইসলাম কনক, বালিয়াকান্দির শামুকখোলা গ্রামের সেকেন আলীর ছেলে আব্দুর রহিম, তেনাই গ্রামের সেকেন আলীর ছেলে নায়েব আলী, সোনাপুরের মোয়াজ্জেম হোসাইনের ছেলে আনিসুর রহমান, কালুখালী রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামের মোতালেব প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক, রতনদিয়ার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে শাহ ফিরোজ আহমেদ, আকবর আলী শেখের ছেলে শুকুর আলী শেখ, মমতাজ বেগম, রুকাইয়াৎ খাতুন, আবুল বাশার সওদাগরের ছেলে রাসেল সৈকত, কালকিনি উপজেলার ক্ষুদ্রচরের সাহেবরাপুর গ্রামের মজিবুর রহমানের রোদায়ানুল ইসলাম।
বাদী মামলায় অভিযোগ করেছেন, রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে ই-কমার্স ব্যবসা চালু করে জেকা বাজার লিমিটেড। ২০২১ সালের ১১ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরিচালনা করা হয়। ২০২২ সালের ২৫ মে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। অনুসন্ধানে লাখে ২০ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৪২ কোটি টাকা নিয়ে আত্মগোপন করে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari