রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুজিব স্মৃতি সংসদ আয়োজিত আব্দুল গণি মন্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো মাশরাফি ফ্যান্স একাদশ ও শিরোনামহীন একাদশ। গত ৭ ফেব্রুয়ারি দৌলতদিয়া ইউপি সংলগ্ন হেলিপোর্ট মাঠে ২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টের আহবায়ক শামীম রিজভী বলেন, পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় আপাতত ফাইনাল খেলা পরিচালনা সম্ভব না হওয়াই পবিত্র ঈদুল ফিতরের শেষে ফাইনাল খেলা পরিচালনা করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari