শরীর চর্চা ভিত্তিক সামাজিক সংগঠন সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শামসুল হক এবং সাধারণ সস্পাদক নির্বাচিত হয়েছেন মো. রেজাউল মুন্সী। নির্বাচিত দু'জনকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে। কমিটি গঠন ও আলোচনা সভা শেষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ জামে মসজিদে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুপ্রভাত গোয়ালন্দ একাডেমির প্রধান উপদেষ্টা ও গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
সময় যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ও সুপ্রভাত গোয়ালন্দ একাডেমির ফুটবলার শামীম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, সোনালী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহিম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, অবজারভার পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সাবেক সভাপতি নাজিমুল ইসলাম বৃটেন, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহ-সভাপতি সফিউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক শেখ মোমিন, গোয়ালন্দ বাজার আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ব্যবসায়ী হুমায়ন আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইনসহ সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari