
রাজবাড়ী পাংশার বাবুপাড়া ইউপির নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাভক সমাবেশ ও প্রধান শিক্ষক ক্ষিরোদ কান্তি সরকারের বিদায়োত্তর সংবর্ধনা বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক কল্যান ট্রাস্ট এর সাধারণ সম্পাদক ও উদয়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক কল্যান ট্রাস্ট এর সভাপতি শাজাহান আলী শেখ প্রমূখ। বিভিন্ন স্কুলের শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন। এসময় পাংশা কালুখালী উপজলা শিক্ষক কল্যান ট্রাস্ট এর পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক ক্ষিরোদ কান্তি সরকারের হাতে ৫ লক্ষ সাতান্ন হাজার ৫৭০ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আবু দারদা বিভিন্ন কথা মাঝে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরিক্ষায় মার্কস্ কম দেয়ার ভয় দেখালে সেই শিক্ষকের এমপিও বালিতের সর্ব্বচ চেষ্টা করবো। পরে সাবেক প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম।