
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে শনিবার এইচবিবি কাজের উদ্বোধন করা হয়েছে। সমাজ সেবক আব্দুল গফুর মন্ডল কাজটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মদন কুমার, ফিরোজ আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান মেছো, ইউনুচ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার জানান, কাবিটা প্রকল্পের আওতাধীন এ কাজ সম্পন্ন হলে গ্রামের কৃষিজাত পণ্য বাজারজাত করনের পথ সুগম হবে।