রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার কামরুল হাসান লালী আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। বুধবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা কামরুল হাসান মৃত্যুকালে এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে গার্ড অব অনার ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।