রাজবাড়ীতে সাইদুর রহমান মোস্তাক নামে এক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়, রাজবাড়ী সদর থানা ও সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউপি সদস্য।
অভিযোগ সূত্রে জানাগেছে, খানখানাপুর ইউনিয়ন ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাক দীর্ঘদিন ধরে সামাজিক নানা বিষয়ে দুই প্রতিবেশীর সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সাইদুর রহমান তাঁর কলাবাগানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ দুজন মোটরসাইকেলযোগে সেখানে এসে তাঁকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র লোড করতে থাকে। বিষয়টি দেখে ট্রাক্টরচালক তাঁকে সতর্ক করলে তিনি চিৎকার শুরু করেন। পরে তাঁর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগকারী সাইদুর রহমান বলেন, আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, প্রশাসনের কাছে বিচার চাই।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।