রাজবাড়ীতে “মা ইলিশ ধরবো না দেশের ক্ষতি করবো না, ইলিশ হলো মাছের রাজা ঝাটকা ধরলে হবে সাজা” প্রতিপাদ্য ধারণ করে জেলায় নিবন্ধিত সকল মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরডে আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিয়া মারিও রেখা, রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি নিষেধাজ্ঞায় এখন নদীতে সকল প্রকারের মাছ ধরা বন্ধ রয়েছে। এসময় কিছু মৎস্যজীবীকে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাউর প্রদান করা হয়েছে। কিন্তু যাদেরকে এই চাল প্রদান করা হয়েছে তাদের অনেকেই এই পেশার সাথে জড়িত না। যে সকল মৎস্যজীবীরা এই পেশায় জড়িত এবং তাদের নিবন্ধনধিত কার্ড রয়েছে তাদের সকলকে এই সরকারি প্রণোদনা প্রদান করতে হবে। প্রকৃত মৎস্যজীবীরাই যেন চাল পায় সে দিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোড় দাবি জানান তারা।