রাজবাড়ী সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের নবগ্রাম থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. লিটন কসাইকে গ্রেপ্তার করেছে । সে একই গ্রামের মোবারক বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, মাদকের একটি মামলায় সম্প্রতি রাজবাড়ীর আদালতে লিটন কসাইকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক। আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা আসার পর পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।