‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকার।