রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ জন নেতা আটক হয়েছে। তারা হলেন দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, চর দৌলতদিয়া খালেক মৃধা পাড়ার বাসিন্দা মৃত জব্বার শেখের ছেলে মো. শফিকুল শেখ (৫২), দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সহ-সভাপতি, দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আবজাল শেখের ছেলে মো. রুবেল শেখ (৩৪), দৌলতদিয়া ১ নং ওয়ার্ড ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, শাহাদত মেম্বার পাড়া গ্রামের মো. তারা শেখের ছেলে মো. ছাত্তার শেখ (৩৮), উজানচর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নবু ওছিমদ্দিন পাড়া গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে গোলাম মোস্তফা (৬০), পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক কর্মী, নিলু শেখের পাড়া গ্রামের আবেদ সর্দারের ছেলে মো. মামুন সর্দার (৩৭)।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।