রাজবাড়ীতে পৃথক দুটি অভিযানে অবৈধ আগ্রেয়াস্ত্র, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার প্রথম প্রহরে রাত ২ টার দিকে জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় এবং পৃথক অভিযানটি একই দিনের বিকেল ৩ টার দিকে সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় পরিচালনা করা হয়।
সেনাক্যাম্পের এক বিজ্ঞপ্তি সূত্র জানায়, প্রথম অভিযানে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্রসহ মো. বাবলু নামের একজনকে গ্রেফতার করা হয়।
আরেকটি অভিযানে সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি খালি কার্তুজ, ১ বোতল অবৈধ বিদেশি মদ এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ মো. হাকিম নামে একজনকে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গতরাতে একটি যৌথ অভিযানে বিভিন্ন অস্ত্রসহ জনৈক বাবলু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।