অবহেলিত এক সড়কের নাম রাজবাড়ী হাসপাতাল রোড। দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা। এটি শত শত মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এ সড়কজুড়ে ছোট-বড় অনেক গর্ত, খানাখন্দ, ভাঙা পিচ। ফলে দুর্ঘটনার পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলেও এখনো রাস্তাটি সংস্কারের তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে দুর্ঘটনা এড়াতে স্থানীয় কিছু ছাত্র যখন নিজ উদ্যোগে রাস্তাটি সাময়িক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, তখন দেখা দেয় নানা জটিলতা।
প্রশ্ন হলো, কেন বারবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়? কেনই বা একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারহীন পড়ে থাকে? এটি এক ধরনের অবহেলা, যা জনগণের প্রতি দায়িত্ববোধের অভাবকেই স্পষ্ট করে তোলে। একইসঙ্গে এটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর অদূরদর্শিতাকেও তুলে ধরে, যারা উন্নয়নের নামে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত।
সমাধান হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ শুরুর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে। দীর্ঘসূত্রিতা পরিহার করে জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন জরুরি। রাস্তা সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্তে স্থানীয় জনগণ ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে জনদুর্ভোগ ও দুর্নীতির সুযোগ কমবে। এই দীর্ঘ অবহেলার জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। গণমাধ্যম ও নাগরিক সমাজকে এ ব্যাপারে চাপ তৈরি করতে হবে। একবার সংস্কার করলেই দায়িত্ব শেষ নয়। ভবিষ্যতে যেন একই অবস্থা না হয়, তার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থাও চালু রাখা অত্যন্ত জরুরি। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাখি আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
ইমেইল:- rakhiaktermim85@gmail.com