রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) গতকাল শনিবার রাজবাড়ীর কালুখালী থেকে ৯ বোতল বিদেশীমদসহ আকাশ আলী নামে একজনকে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়া জেলার দৌলতখান গ্রামের মিন্টু রহমানের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন দূর্গাপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।