বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নদী ভাঙন রোধে জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

রাজবাড়ীতে সৌন্দর্যবর্ধন ও নদীভাঙন রোধের লক্ষে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার পদ্মা নদীর তীরবর্তী পদ্মাপুলক ও পর্যটন এলাকায় বৃক্ষরোপণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি নাহিদ আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষোরোপণ শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের জানান, সৌন্দর্য বর্ধন ও নদীভাঙন রোধের লক্ষে আজ পদ্মার পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে রোপণ করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় আমাদের সকলেরই উচিত পরিবেশবান্ধব গাছ রোপন করা। এসময় পরিবেশ রক্ষায় রকলকেই এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com