রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫৩ধারা লঙ্ঘনের দায়ে ২টি প্রতিষ্ঠানের মালিককে দুটি মামলায় ২ হাজার টাকা, একটি প্রতিষ্ঠানের মালিককে ২হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর ধারার দুইটি মামলায় বাস ও ট্রাক ড্রাইভারকে ১হাজার টাকাসহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, হাফিজুর রহমান এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ইমরান হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার রাজু আহমেদ, মোহাম্মদ মানিক মিয়া ও আব্দুর রশিদ এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।