রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ওএমএস ডিলার নির্বাচন লটারির মাধ্যমে করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুলতানা আকতারের সভাপতিত্বে এ লটারি করা হয়।
রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ওএমএস ডিলারের জন্য ৮৪ জন আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাই থেকে বাদ পড়ে ১৮ জন। বাকী ৬৬ জনের মধ্যে থেকে লটারী করে ৯টি ওয়ার্ডের জন্য ৯ জনকে চূড়ান্ত করা হয়। লটারিতে নির্বাটিতরা হলেন ১নং ওয়ার্ডে মো. রুবাইয়াত হোসেন, ২নং ওয়ার্ডে মো. মাহাবুব, ৩নং ওয়ার্ডে আতাউর রহমান, ৪নং ওয়ার্ডে আব্দুল আলীম, ৫নং ওয়ার্ডে আরিফুল ইসলাম রোমান, ৬নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ডে সোহান মন্ডল, ৮নং ওয়ার্ডে মুহাম্মদ শহীদুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে এনায়েত মোল্লা।
সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, সদর থানার ওসি মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।