রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নতুন বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহাঙ্গীর হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ আহসানুল করিম হিটু, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, মাহফিজুর রহমান, মহিউদ্দিন গিটার, রনজু আহমেদ, মো. রানা, জাহাঙ্গীর শরীফ প্রমুখ।
মোনাজাদ পরিচালনা করেন মো. রাসেল শেখ।