রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে ছিল এক নারীর মরদেহ। গত বৃহস্পতিবার মধ্য রাতে তার মরদেহ উদ্ধার করে পাংশা হাইওয়ে থানার পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তারা রাত্রিকালীন ডিউটি করছিলেন মহাসড়কে। ওই সময় দুর্গাপুর এলাকায় রাস্তার ধারে এক নারীকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। বেশভূষা অনেকটাই এলামেলো। এ ঘটনায় কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।