বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়ার আগমন ও পথসভা উপলক্ষে দৌলতদিয়া ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আজিজ প্রামানিক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. খালেক বেপারী, সাধারণ সম্পাদক মো. আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সরদার, উপজেলা শ্রমিক দলের নেতা মো. আফজাল বেপারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহম্মেদ সবুজ, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহম্মেদ সহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ওপর ফারুক ও যুব বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ।