রাজবাড়ীর গোয়ালন্দে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে অনির্দিষ্টকালেন জন্য কর্মবিরতি শুরু করেছে শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু হয়।
পরে কলেজের হলরুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক ফরিদা বেগম, সুরাইয়া আক্তার, মো: আনোয়ার হোসেন সরদার, মুহাম্মদ ইব্রাহিম, কোহিনূর বেগম, ডক্টর সালমা সুলতানা, মো. আব্দুস সালাম শেখ, এস. এম. মেহেদী হাসান, লিয়াকত হোসেন, মুহাম্মদ রফিকুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী।
সভায় গতকাল ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আন্দোলনরত শিক্ষকদের আহবানে আজ থেকে কলেজে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়, আন্দোলনের সাথে একাত্ততা ঘোষণা করে আগামী আন্দোলন সফল করতে আট সদস্যের প্রতিনিধি টিম প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং গোয়ালন্দ উপজেলার সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীকে চলমান আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।