গোয়ালন্দ উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়া ও দৌলতদিয়ার সাবেক ডল্লা পাড়ার বাসিন্দা এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী’র পিতা মরহুম আলহাজ্ব নাজিমুদ্দিন মুন্সীর (১০৮) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজা নামাজ পড়ান তার নাতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী। সোমবার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে গত রবিবার রাত ১২টা ১৫ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে যান।