বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই ১০৪ ভরি রূপা ও মোবাইলসহ মো. শিমুল হোসেন (২৬) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করে।
গ্রেফতার শিমুল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, ‘বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের মালিকানাধীন রিত্তিকা জুয়েলার্স থেকে অজ্ঞাতনামা চোর দোকানের ওপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভিতরে ঢোকে। দোকানে থাকা রূপার পায়ের নূপুর ২০ জোড়া, রূপার গলার চেইন ১৫ টি, রূপার ব্রেসলেট ২০ টি, রূপার হাতের বেবি চুড়ি ১০ জোড়া, রূপার হাতের চুড়ি ৫ জোড়া, রূপার হাতের বাজু ০৮টি , আংটি ১৬ টি সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ ৪ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ‘এ চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়। গ্রেফতার শিমুলকে রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari