বালিয়াকান্দি বাজারে সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন ও আর্থিক সচেতনতা বিষয়ক গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বালিয়াকান্দি বাজারে আরবি জুয়েলার্স কমপ্লেক্স ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং, মো. মহিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ম্যানেজার মো জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার মো. নাহিদুজ্জামান, মনিটরিং অফিসার বিপ্লব কুমার শর্মা, ইউনিট ম্যানেজার রাসেল আহমেদ, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনী মানিক, ব্যবসায়ী মাসুদ মোল্লা, কাদিরিয়া আলিম মাদরাসার প্রভাষক মো জাকারিয়াসহ স্থানীয় সুধীজন। অনুষ্ঠানে সিটি ব্যাংক বালিয়াকান্দি আউটলেটের স্বত্বাধিকারী জনাব মো. শফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্যে মো মহিবুর রহমান বলেন, সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুধু গ্রামীণ জনগণের আমানত সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়নেও কাজ করছে। সিটি ব্যাংক গ্রামীণ অঞ্চল থেকে যে পরিমাণ আমানত সংগ্রহ করেছে, তার তিন গুণেরও বেশি অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও সিটি ব্যাংক আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত গ্রাহকদের ব্যাংকিং সুবিধা, নিরাপদ লেনদেন, সঞ্চয় ও ঋণগ্রহণের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari