
রাজবাড়ীর পাংশায় র্যাব পরিচয়ে মহাসড়কে মুরগী বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১ টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেফতার কৃতরা হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
ব্রিফিংয়ে জানানো হয়, গত মঙ্গলবার ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পড়ে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগী বোঝাই কাভার্ডভ্যান থামিয়ে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে। পরে আসামীদের কাছে থাকা মাইক্রোবাসে উঠিয়ে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। মুরগী বোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামীরা কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়। কাভার্ড ভ্যানের মালিক পরদিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো. জুয়েল ওরফে সানি কে গ্রেফতার করে। পরিবর্তীতে তার দেয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়া কে গ্রেফতার করা হয়। পরে লিমনের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।
প্রেস বিফিংয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেফতারকৃত আসামী জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ ৪ টি করে মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari