সদর উপজেলার বরাট বাজার এলাকায় বরাট একতা ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ফরিদপুর ইসলামিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু চিকিৎসা প্রদান করেন ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক। ইসলামী হাসপাতালের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক তানজিম সরোয়ার রাজন জানান, বরাট ইউনিয়নের একাংশের মানুষ নদী ভাঙ্গনের শিকার। তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বরাট বাজার সংলগ্ন কমিউনিটি হাসপাতালের বেহাল দশা। অসহায় মানুষ ঠিক মতো চিকিৎসা সেবা নিতে পারে না। এজন্য মাঝে মধ্যে আমরা ক্লাবের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমাদের এমন কার্যক্রম আগামীতে চলমান থাকবে।