
রাজবাড়ীতে বৃহস্পতিবার মুক্ত আনন্দ এর উদ্যোগে রাবেয়া কাদের ফাউন্ডেশনের সহযোগিতায় কবি শামসুর রাহমানের জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানটি রাবেয়া ফাউন্ডেশন স্মৃতি পাঠাগার কক্ষে বিকাল চারটায় কবি পারভিন হকের সভাপতিত্বে শুরু হয়। অনুষ্ঠানে ফরিদপুর ও রাজবাড়ীর সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের শিক্ষার্থী অভিভাবকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
কবি শামসুর রাহমানের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, মুক্ত আনন্দ এর উপদেষ্টা আজিজুল হক, রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মোশারফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি কবি সালাম তাসির, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, সংস্কৃতি জন মুক্তার মোল্লা, বিশ্বভরা প্রাণ এর সভাপতি আতাউর রহমান, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, ফরিদপুর থেকে আমন্ত্রিত অতিথি খেয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি ম. নিজাম, কবি ডা. মজনু ও বিশিষ্ট সংস্কৃতি জন গোবিন্দ বাগচী।
অনুষ্ঠানের মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিদা নাসরিন যুথী ও জান্নাতুল ফেরদৌস মিমি। এ ছাড়াও ফরিদপুর থেকে আমন্ত্রিত অতিথি বহুমুখী গুণী সংস্কৃতিজন গোবিন্দ বাগচি তার পরিবেশনা দিয়ে সবাইকে প্রাণবন্ত মুগ্ধ করেন। এছাড়া রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীরা আবৃত্তি ও গান পরিবেশন করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্ত আনন্দ এর সাধারণ সম্পাদক ও নাট্যজন অজয় দাস তালুকদার। অনুষ্ঠানে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালীর মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজ্জাকুল আলম।