রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে গতকাল মঙ্গলবার শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম প্রমুখ।
শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।