রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক ৩১ দফা সংস্কার দাবি নিয়ে লিফলেট বিতরণ করেছেন। সোমবার বিকেলে উপজেলার আরকান্দি বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, সোহেল খান, শাহ আলম, ইব্রাহিম, কাজী সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব জনগণের হাতে তুলে দিচ্ছি। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।