পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস(৭৮) গত রোববার সন্ধ্যার দিকে পাংশা পৌরসভার বিষ্ণুপুর বিশ্বাস পাড়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, হাসান আলী বিশ্বাস ২০০৯ সালে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। রবিবার বিকালে তার মৃত্যুর সংবাদ জেনে আত্মীয়-স্বজন, শুভাকাংখী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার বাড়িতে ছুটে যান। সোমবার সকাল ১০টায় বিষ্ণুপুর ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।