‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার রাজবাড়ীর বালিয়াকান্দি, গোয়ালন্দ ও পাংশা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ দাস জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। সকালে বালিয়াকান্দি পাইলট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কৌশল প্রদর্শন করে। উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াশিম আকরাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সজীব বিশ্বাস, প্রধান শিক্ষিকা কল্পনা দাস, ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন লস্কর প্রমূখ।
গোয়ালন্দ প্রতিনিধি সাজ্জাদ হোসেন জানান, ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- প্রতিপাদ্যে গোয়ালন্দে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি মাঠ প্রাঙ্গণে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান, চৌধুরী হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. হাফিজুর রহমান প্রমুখ।
পরে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়।
পাংশা প্রতিনিধি রতন মাহমুদ জানান, পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পাংশা এর আয়োজনে সোমবার বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বাকী বিল্লাহ, পাংশা সরকারি কলেজের প্রভাষক শামীমা মীনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এসময় টিম লিডার মশিউলের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে তা নির্বাপণ করতে হয়, ভূমিকম্পে ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতালে প্রেরণ এবং পানি দিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।