সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় পদ্মায় ইলিশ ধরার দায়ে ২১ জেলের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। অভিযানে ১৪৩ কেজি ইলিশসহ ৩ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মায় জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা বাহিনী ৯টি অভিযান ও পাঁটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনন। অভিযানে ১৪৩ কেজি ইলিশ ও ৩ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ মোট ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari