রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বালিয়াকান্দির শালমার ও চামটা বাজারে জনতার সাথে মতবিনিময় করেছেন। বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা ও চামটা বাজারে দুই স্থানে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শালমারার ফরিদ আহমদ ও অসিত কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার কাজী রহমান মানিক। তিনি বলেন, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশার মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা করার প্রতিশ্রুতি।
”সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম শেখ, যুবদল নেতা রুবেল কাজী, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, কুমারেশ, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।