বালিয়াকান্দিতে রাজবাড়ী-২ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নবাসির আয়োজনে আমতলা বাজারে অনুষ্ঠিত এমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো রোকনুজ্জামান শাহিন।
প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বিগত সময়ে যারা রাজবাড়ী-২ আসনে যারা এমপি মন্ত্রী হয়েছে তুলনামূলকভাবে এলাকায় উন্নয়ন তারা করতে পারে নি। তারা নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিল। আজকে এই জেলাতে নেই ভাল মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। উন্নয়নের নামে শতশত কোটি টাকা লুটপাট করেছে তারা। চিকিৎসার জন্য এই এ জেলার মানুষ পাশ্ববর্তী জেলার ওপর নির্ভরশীল । উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের ঢাকা বা অন্য বিভাগীয় শহরে যেতে হয়।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ জেলায় উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সহ বেকারত্ব দূর করার জন্য কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা করবো। এজেলাকে আধুনিকায়ন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহন করবো আমি আপনাদের দোয়া আশির্বাদ কামনা করি।
এসময় অন্যানের মাঝে আরো বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস ও মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ সাগর,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন যুগ্ম আহবায়ক আবদুল আলিম জোয়ার্দার, ওলামা দলের আহবায়ক রুহুল আমিন ভূইয়া,আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, ভূমিহীন নেতা শফি মন্ডল, মিরাজুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ।