রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস, গোয়ালন্দ পৌরসভা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলাধীন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় নারীদের নিয়ে কাজ করা সকল এনজিও প্রধান, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় তিনি গোয়ালন্দ উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়ন, ভূমি সেবার মানোন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমুখী প্রশাসন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও গ্রাম আদালত বিষয়ে আলোচনা করেন।