রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো যথাক্রমে- উপজেলা কৃষি অফিস, গোয়ালন্দ পৌরসভা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা বিআরডিবি অফিস, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড।
উপজেলার সরকারি দপ্তরের ৩২ দলের অংশগ্রহণে চলতি মাসের ৭ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় সন্ধ্যা ৬ টায় উপজেলা কৃষি অফিস বনাম গোয়ালন্দ পৌরসভা, সন্ধ্যা ৭ টায় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক বনাম বিআরডিবি অফিস, সন্ধ্যা সাড়ে ৭ টায় গোয়ালন্দ ঘাট থানা বনাম উপজেলা পরিষদ এবং রাত ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম পানি উন্নয়ন বোর্ড একে অপরের মোকাবেলা করবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, সরকারি অফিসের সব দপ্তরের অংশগ্রহণে এখেলা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলা ভিত্তিক আরও ব্যাপক পরিসরে খেলার আয়োজন করবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari