৫ ফেব্রুয়ারি বাদ আসর স্থানীয় যুব সমাজের উদ্যোগে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকার যুব সমাজের উদ্যোগে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দুর্ঘটনা কবলিত স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে যুব সমাজের পক্ষে মনির, সুজ্জল, কবির, তুহিন, সাইফুলসহ এলাকার শতাধিক যুবক উপস্থিত ছিলেন। এসময় মহাসড়কে দুর্ঘটনারোধে ও সড়ক দুর্ঘটনায় নিহতের ও এলাকাবাসীর জন্য স্থানীয় মসজিদের ইমাম দোয়া করেন।
উল্লেখ্য গত বুধবার ৩১ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি মাটিবাহী ড্রামট্রাক মোটরসাইকেল চাপা দিলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনির”ল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭) নামে আপন দুই ভাই নিহত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari